হোম > জাতীয়

ঈদের দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা সদস্যদের খাবারের জন্য দুই কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের দিন চার বাহিনী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ডের দায়িত্বপালনকারী সদস্যরা এক বেলা উন্নত খাবারের জন্য সরকারের তহবিল থেকে ২ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের উন্নত খাবার পরিবেশনের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট ও যৌথ অপারেশনের দায়িত্বপালনকারী এই উন্নত খাবার পাবেন।

এ জন্য পুলিশকে দেওয়া হয়েছে ১ কোটি, বিজিবিকে ৪০ লাখ, আনসার ও ভিডিপিকে ৬০ লাখ এবং কোস্ট গার্ডকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা যাবে না। সব প্রকার ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধি–বিধান অনুসরণ করতে হবে। হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ৩০ মার্চের মধ্যে এই অর্থ সমর্পণ করতে হবে।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির