হোম > জাতীয়

ঈদের দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা সদস্যদের খাবারের জন্য দুই কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের দিন চার বাহিনী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ডের দায়িত্বপালনকারী সদস্যরা এক বেলা উন্নত খাবারের জন্য সরকারের তহবিল থেকে ২ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের উন্নত খাবার পরিবেশনের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট ও যৌথ অপারেশনের দায়িত্বপালনকারী এই উন্নত খাবার পাবেন।

এ জন্য পুলিশকে দেওয়া হয়েছে ১ কোটি, বিজিবিকে ৪০ লাখ, আনসার ও ভিডিপিকে ৬০ লাখ এবং কোস্ট গার্ডকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা যাবে না। সব প্রকার ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধি–বিধান অনুসরণ করতে হবে। হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ৩০ মার্চের মধ্যে এই অর্থ সমর্পণ করতে হবে।

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব