হোম > জাতীয়

মঙ্গলবার সকালে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে সিত্রাং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার দিকে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ সোমবার দুপুরে আন্তমন্ত্রণালয়ে বৈঠক শেষে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। যা বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালী সদর ও কলাপাড়ায় আঘাত হানবে।

ঘূর্ণিঝড়ে মানুষ ও গবাদিপশুর যাতে ক্ষতি না হয় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও ফসলের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। যে সমস্ত মাছের ঘেরগুলো ও ফসলের জমিতে যাতে লোনা পানি না ঢুকে সে জন্য বাঁধগুলোকে উঁচু করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় ৭৬ হাজার স্বেচ্ছাসেবক জনবল নিয়োগ করা হয়েছে বলেও জানান।

ঘূর্ণিঝড়টি দেশের ১৫টি জেলায় আঘাত হানবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়টি।

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা