হোম > জাতীয়

ভিসা নীতি নিয়ে আমি মাথা ঘামাই না: বিদায়ী প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘ভিসা নীতি নিয়ে আমি এত মাথা ঘামাই না। এটা স্বাধীন-সার্বভৌম একটা রাষ্ট্র। এই রাষ্ট্র একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। আমি এতে বিচলিত নই। আর আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলব–আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না।’

আজ সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 

এর আগে সারা দেশের জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের অংশ হিসেবে রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালীসহ ১০ জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান বিচারপতি। 

প্রধান বিচারপতি বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারা দেশের বিচারকদের উৎসাহিত করেছি।’ 

কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এ রকম আক্ষেপ নেই, ন্যায়কুঞ্জটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। রেকর্ড ভবনটা শেষ করতে পারলে, চারতলা বিশিষ্ট মসজিদ যেটা হচ্ছে সেটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। সব তো হয় না। আমার সময় তো এক বছর আট মাস ছিল মাত্র। প্রতিটি মিনিট আমি কাজে লাগানোর চেষ্টা করেছি।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল