হোম > জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীতে ৪৭ জনকে অনারারি কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে। 

সেনাবাহিনীর ১৬ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন—অনারারি লেফটেন্যান্ট (ড্রাইভার) মো. আনিছুর রহমান, আর্মর্ড; অনারারি লেফটেন্যান্ট (ডিএমটি) মো. আবুল কাশেম ভুইয়া, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (ওসিইউ) মো. খায়রুল আমিন (বাতেন), ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওইপি) মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ড্রাফটসম্যান) মো. আব্দুল করিম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. আবদুল মালেক, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ওয়াহিদুজ্জামান ফকির, ই-বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম আখন্দ, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ইসমাইল ভূঞা, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ ফারুখ হোসেন হাওলাদার, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. এমদাদ হোসেন খাঁন, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. হুমায়ুন কবির খান, বীর; অনারারি লেফটেন্যান্ট (এসএমটি) মো. সাজ্জাদ হোসেন, অর্ডন্যান্স; অনারারি লেফটেন্যান্ট (টিএসএ) মো. হাচিবুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ডিডব্লিউ) মো. মিজানুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ওটিএ) মো. আবুল কালাম আজাদ, এএমসি। 

সেনাবাহিনীর ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) এসএম তারিকুল ইসলাম, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. রেজাউল করিম, এসইউপি, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) আল আমিন কোরাইশী, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. হাবিবুর রহমান, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (কার্পেন্টার) মো. রিয়াজুল হক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেরিন ড্রাইভার) মো. রফিকুল ইসলাম; ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেরিন ড্রাইভার) মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মোহাম্মদ শামসুল আবেদীন, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মো. আবদুল কাদের, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) আবদুল হালিম মৈশান, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শাহজাহান আলী, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মহসিন কবীর, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. কামাল উদ্দিন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) ফারুক হোসেন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) বুলবুল চৌধুরী, এসইউপি, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সোহরাব হোসেন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ আলম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. ফকর উদ্দীন রাজী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আকতার উজ্জামান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জয়নাল আবেদীন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জসিম উদ্দিন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আবু বক্কর ছিদ্দিক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুর রউফ, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. হামিদুর রহমান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. শফিকুল ইসলাম, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এটি) মো. জিল্লুর রহমান, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আমানত আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহিক্যাল) মো. আব্দুল মজিদ, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএআরসিটি) মো. কবির ভূঞা, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার, শামসুদ্দিন আহমদ, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহা. আল আজাদ, এএমসি।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন