হোম > জাতীয়

মেডিকেলে ভর্তির আবেদন শুরু ১২ ফেব্রুয়ারি, পরীক্ষা ১০ মার্চ

চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবেদন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। এদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিনই আজ বুধবার মেডিকেলে ভর্তির তারিখ প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিএমডিসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলিয়ে ১০ হাজার ৮৩৯ আসন রয়েছে। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে জিপিএ ৯ পয়েন্ট থাকতে হবে। ভর্তি প্রক্রিয়া আগের মতই সমন্বিত পদ্ধতিতে থাকবে।

প্রসঙ্গত, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯ টি। ২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা