হোম > জাতীয়

নির্বাচন নিয়ে এখন যে অস্থিরতা তা আনন্দের: ইসি আলমগীর

নরসিংদী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যে অস্থিরতা, তা দুর্ভাবনার নয় বরং আনন্দের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, ‘ভোট সব সময় উত্তেজনার বিষয় হলেও সেটি আনন্দের। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয়! খুব শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে।’ 

আজ রোববার বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত রিটার্নিং অফিসার, সহকারী অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। 

সব জায়গায় ভোটের পরিবেশ ভালো উল্লেখ করে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় যেতে পারেন এবং শান্তিমতো থাকতে পারেন সে জন্য যত রকম প্রচার এবং ব্যবস্থাপনা নেওয়া দরকার সেটি আমরা করেছি।’ 

ইসি আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করবেন। আপনারা জানেন সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে।’

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক