হোম > জাতীয়

নির্বাচন নিয়ে এখন যে অস্থিরতা তা আনন্দের: ইসি আলমগীর

নরসিংদী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যে অস্থিরতা, তা দুর্ভাবনার নয় বরং আনন্দের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, ‘ভোট সব সময় উত্তেজনার বিষয় হলেও সেটি আনন্দের। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয়! খুব শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে।’ 

আজ রোববার বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত রিটার্নিং অফিসার, সহকারী অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। 

সব জায়গায় ভোটের পরিবেশ ভালো উল্লেখ করে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় যেতে পারেন এবং শান্তিমতো থাকতে পারেন সে জন্য যত রকম প্রচার এবং ব্যবস্থাপনা নেওয়া দরকার সেটি আমরা করেছি।’ 

ইসি আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করবেন। আপনারা জানেন সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে।’

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন