হোম > জাতীয়

বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, দ্রুত চালুর আশ্বাস

বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

পরিদর্শনের শুরুতেই বিমানবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা বগুড়া বিমানবন্দরের বর্তমান অবস্থা সন্তোষজনক। তিনি বলেন, ‘এই অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন এবং বিনিয়োগে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বগুড়া বিমানবন্দরটি ভিভিআইপি ফ্লাইটের বিকল্প অবতরণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রম, সশস্ত্র বাহিনীর দ্রুত মোতায়েন এবং জরুরি সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে বেবিচক রানওয়ের উন্নয়ন ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।

বিমানবাহিনী প্রধানের এই পরিদর্শনকালে তিনি পুরো বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় বিমানবাহিনী ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর