হোম > জাতীয়

বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, দ্রুত চালুর আশ্বাস

বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

পরিদর্শনের শুরুতেই বিমানবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা বগুড়া বিমানবন্দরের বর্তমান অবস্থা সন্তোষজনক। তিনি বলেন, ‘এই অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন এবং বিনিয়োগে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বগুড়া বিমানবন্দরটি ভিভিআইপি ফ্লাইটের বিকল্প অবতরণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রম, সশস্ত্র বাহিনীর দ্রুত মোতায়েন এবং জরুরি সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে বেবিচক রানওয়ের উন্নয়ন ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।

বিমানবাহিনী প্রধানের এই পরিদর্শনকালে তিনি পুরো বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় বিমানবাহিনী ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি