হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার পুরস্কার পেলেন বাংলাদেশের নূর খান

মানবাধিকার সুরক্ষায় অবদান রাখায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী নূর খান লিটন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নূর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ জন পুরস্কারজয়ীর নাম প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত তিন দশকের বেশি সময় ধরে নূর খান বাংলাদেশের সুপরিচিত দুটি মানবাধিকার সংস্থায় নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য-উপাত্ত নথিভুক্ত করা এবং জবাবদিহিতায় উৎসাহিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও তিনি অংশীদারত্বের সঙ্গে কাজ করেছেন। তাঁর সময়োপযোগী হস্তক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে ভূমিকা এবং দেশের সক্রিয় নাগরিক সমাজে নেতৃত্ব মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মামলাগুলো থেকে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নূর খানের পদক্ষেপ। 

নূর খান ছাড়াও মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখার জন্য পুরস্কার পেয়েছেন ব্রাজিলের এলাইজ ডি সুজা ফারিয়াস, কম্বোডিয়ার ছিম সিথার, জর্জিয়া থেকে নিনো লোমজারিয়া ও তাঁর দল, হুন্ডুরাসের রোজা মেলানিয়া রেয়েস ভেলাস্কেজ, ইরানের নাসরিন সতৌদেহ, ইরাকের বাশদার হাসানের নেতৃত্বে একটি আইনি সংগঠন, মৌরি তানিয়ার মুহাম্মদ এলি এল হার, চীনের ডিং জিয়াংশি ও টোগ থেকে একৌয়ে ডেভিড জোসেফ দোসেহ। 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন