হোম > জাতীয়

এবার দুই দিন কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগীয় কর্মচারীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীরা দুই দিন কর্মবিরতি পালন করবেন। আজ শুক্রবার (১৬ মে) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

পুরান ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিনের উপস্থিতিতে নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান খন্দকার ঘোষণা করেন আগামী ২২ ও ২৩ জুন অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন অধস্তন আদালতের কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই দফা দাবিতে অধস্তন আদালতের কর্মচারীরা ৫ মে দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। এরপর তাঁরা সরকারকে কিছুটা সময় দেন। কিন্তু তাঁদের দাবি পূরণের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণে তাঁরা দুই দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এরপরও যদি দাবি অনুযায়ী সরকার কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিচার বিভাগের বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরে তা নিরসনের দাবি তুলছে। অ্যাসোসিয়েশনের মতে, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধু বিচারকদের জন্য ছয়টি গ্রেড রেখে পৃথক পে-স্কেলসহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীদের ওই পে-স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি।

বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারীরা একই দপ্তরে কাজ করেন। তবে জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। এ ছাড়া, অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮ থেকে ৪০ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। এ কারণেই বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানিয়ে আসছে।

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল