হোম > জাতীয়

সুন্দরবনে সুপেয় পানি সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবনের অভ্যন্তরে লবণাক্ত পানি ঢুকেছে এবং সেখানে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। যার ফলে ভুক্তভোগী হচ্ছে বন্য প্রাণী, বনজীবী, পর্যটক ও বন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে সুন্দরবনের অভ্যন্তরে পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কমিটির সদস্য ছানুয়ার হোসেন ছানু আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণীরা লবণাক্ত পানি পান করে না। প্রাণীর জন্য মিঠা পানি সরবরাহ এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষায় মুজিব কিল্লার মতো উঁচু টিলা বনানোর জন্য আমরা সুপারিশ করেছি। একই সঙ্গে সুন্দরবনকে সংরক্ষণের জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার, সে সম্পর্কে আলোচনা করেছেন বৈঠকের সবাই। সবাই একবাক্যে বলেছেন-সুন্দরবনকে বাঁচাতে হবে।’ 

সুন্দরবনের জীববৈচিত্র্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুন্দরবনকে আরও কীভাবে সুরক্ষিত রাখা যায়, এ বিষয়ে প্রস্তাব তৈরি করার জন্য সংসদীয় কমিটি একটি উপ-কমিটি করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্য আরমা দত্তকে। আরও দুই সদস্য হলেন—এস এম আতাউল হক ও ছানুয়ার হোসেন ছানু। 

কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শাহাব উদ্দিন, এস এম আতাউল হক, ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত।

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে