হোম > জাতীয়

সুন্দরবনে সুপেয় পানি সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবনের অভ্যন্তরে লবণাক্ত পানি ঢুকেছে এবং সেখানে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। যার ফলে ভুক্তভোগী হচ্ছে বন্য প্রাণী, বনজীবী, পর্যটক ও বন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে সুন্দরবনের অভ্যন্তরে পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কমিটির সদস্য ছানুয়ার হোসেন ছানু আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণীরা লবণাক্ত পানি পান করে না। প্রাণীর জন্য মিঠা পানি সরবরাহ এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষায় মুজিব কিল্লার মতো উঁচু টিলা বনানোর জন্য আমরা সুপারিশ করেছি। একই সঙ্গে সুন্দরবনকে সংরক্ষণের জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার, সে সম্পর্কে আলোচনা করেছেন বৈঠকের সবাই। সবাই একবাক্যে বলেছেন-সুন্দরবনকে বাঁচাতে হবে।’ 

সুন্দরবনের জীববৈচিত্র্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুন্দরবনকে আরও কীভাবে সুরক্ষিত রাখা যায়, এ বিষয়ে প্রস্তাব তৈরি করার জন্য সংসদীয় কমিটি একটি উপ-কমিটি করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্য আরমা দত্তকে। আরও দুই সদস্য হলেন—এস এম আতাউল হক ও ছানুয়ার হোসেন ছানু। 

কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শাহাব উদ্দিন, এস এম আতাউল হক, ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত।

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে