হোম > জাতীয়

সিভিল সার্ভিসের দক্ষতা উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সিভিল সার্ভিসের সক্ষমতা উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজনে ‘বাংলাদেশ উন্নয়ন এজেন্ডা ও চ্যালেঞ্জের’ ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সিভিল সার্ভিসের সক্ষমতা উন্নয়ন বিষয়ে হার্ভার্ড কেনেডি স্কুলের এএসএইচ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী। এতে সভাপতিত্ব করেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ।

সেমিনারে হার্ভার্ড ইউনিভার্সিটির এএসএইচ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের বিশিষ্ট অনুষদ সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন। যার মধ্যে রয়েছে-পাবলিক ভ্যালু, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, কস্ট অব ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার রেসপন্স ও এনার্জি ট্রানজিশনের মতো বিষয়সমূহ। 

বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষদের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। 

প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের পেশাজীবী কর্মকর্তাগণও সেমিনারে অংশগ্রহণ করেন। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি এবং ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্সের অনুষদ সদস্যগণও এতে অংশ নেন।

অংশগ্রহণকারী ও অতিথিগণ তাঁদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের আসন্ন ভবিষ্যৎ উন্নয়ন এজেন্ডা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন