হোম > জাতীয়

পাচার করা অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন মাহফুজ আলম

বাসস, ঢাকা  

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাক্ষাতে তিনি এ কথা জানান।

সরকার দেশের পাচার করা অর্থ ফিরিয়ে এনে দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করতে চায় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘পাচার করা অর্থ আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমরা সেই অর্থ ফিরিয়ে আনতে চাই, যাতে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার করা যায়।’

মাহফুজ বলেন, ‘সরকার নির্বাচনী প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এটা আমাদের বিপ্লব এবং আমাদের একে রক্ষা করতে হবে।’

মাহফুজ আরও বলেন, জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের মর্যাদা ফিরিয়ে আনা। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের মর্যাদা হারিয়ে ফেলেছিল এবং তারা এখন সেই মর্যাদা পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে।

তিনি ব্রিটিশ হাইকমিশনারের কাছে অন্তর্বর্তী সরকারের সামনে আসন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সারা কুক বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান