হোম > জাতীয়

বাংলাদেশে বন্যার্তদের জন্য লাখ ডলার দেবে সিঙ্গাপুর

বাংলাদেশে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যার পর ত্রাণ বিতরণের জন্য একটি তহবিল গড়ছে সিঙ্গাপুর রেডক্রস। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সংস্থাটির তহবিলে এক লাখ মার্কিন ডলার প্রদান করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সরকার। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় এখন প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

বাংলাদেশের বন্যার্তদের সেবায় তহবিল দেওয়ার বিষয়ে রোববার সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই অবদান মানবিক ত্রাণ প্রচেষ্টা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক প্রয়োজনে কাজে লাগবে।’ 

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে বন্যার্তদের জন্য জরুরি কার্যক্রমে সহায়তার জন্য ৫০ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিঙ্গাপুর রেডক্রস। বন্যার্তদের জন্য ত্রাণ প্রচেষ্টাকে আরও বেগবান করতে একটি তহবিল সংগ্রহেরও ঘোষণা দিয়েছিল সংস্থাটি। চলমান ওই তহবিলেই এক লাখ ডলার প্রদান করেছে সিঙ্গাপুর সরকার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই তহবিল সংগ্রহের কার্যক্রম চলবে। 

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সিঙ্গাপুর রেডক্রসের মহাসচিব বেঞ্জামিন উইলিয়াম বলেছেন, ‘প্রচণ্ড বন্যার কারণে প্রাণহানি এবং বাস্তুচ্যুত হওয়া মানুষদের জন্য আমরা গভীরভাবে শোকাহত।’ 

বেঞ্জামিন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রগুলো অন্বেষণ করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলো সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সিঙ্গাপুর রেডক্রস। 

আগস্টের শেষ দিকে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ বন্যা ৪৯২টি পৌরসভার ৫৮ লাখের বেশি মানুষকে প্রভাবিত করেছে। আর ৩ হাজার ৪০৩টি নিরাপদ কেন্দ্রে অন্তত ৫ লাখ ২ হাজার ৫০১ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বেঞ্জামিন। 

এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বাংলাদেশে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে ২০ লাখ শিশু। সংস্থাটি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সাড়ে ৩ কোটি মার্কিন ডলারের একটি জরুরি তহবিল গড়ার কাজ শুরু করেছে।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব