হোম > জাতীয়

শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 

আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আহতদের অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘অনেকেই শহীদ ও আহতদের তালিকা দলীয়ভাবে নেওয়ার চেষ্টা করেছে। এগুলো কাজ একেবারে অনুচিত। যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা দেশের বীর সন্তান। কোনো ব্যানারে, কোনো গোষ্ঠীর নামে সংকুচিত করা উচিত নয়। যাঁরা এই কাজটা করছেন, তাঁদের আমরা নিরুৎসাহিত করছি। এখানে বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগকে যথাযথ স্বীকৃতি দিই। কোনো রাজনৈতিক স্বার্থে যেন তাঁদের ব্যবহার না করি, এই অনুরোধ থাকবে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও পুরোনো বার্ন ইউনিটে ভর্তি থাকা ৩০ জনকে ১ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উপস্থিত ছিলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. নুরুল ইসলাম, সহকারী পরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালের চিকিৎসকেরা।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল