হোম > জাতীয়

খতনা করতে পুরুষাঙ্গে ছিদ্র: কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে খতনা করানোর সময় শিশুর পুরুষাঙ্গ ছিদ্র করে ফেলার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই শিশুর মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ ছাড়া ওই শিশুর মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত বছরের ২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগে বলা হয়—ইসমাইলের বয়স দুই বছর। ছেলের প্রস্রাবের সমস্যা হওয়ায় ডা. মো. মিজানুর রহমানের চেম্বারে নিয়ে গেলে তিনি মুসলমানি করার পরামর্শ দিয়ে পদ্মা হাসপাতালে যোগাযোগ করতে বলেন। ২০২৩ সালের ১৫ মার্চ পদ্মা হাসপাতালে ডা. মিজানুর রহমান শিশুর খতনা করেন। পরবর্তীতে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পর দেখা যায়, প্রস্রাবের রাস্তার পেছনে নিচের দিকে ছিদ্র আছে। বিষয়টি চিকিৎসককে জানালে প্রস্রাবের রাস্তায় পাইপ দিয়ে দেন।

এ দিকে ছেলের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছরের ১৬ মার্চ সে কমিটি প্রতিবেদন দেন। কিন্তু তা প্রকাশ করা হয়নি। এ অবস্থায় শিশুর মা হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়েছে। আর পরবর্তীতে আদেশের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ, কূটনীতি ও সংলাপে জোর

তারেক রহমানকে শোক বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা

রোববার পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার ১৪৫৬৯: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাড়িতে ৩৭ লাখ টাকা, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

হত্যা মামলায় দীপঙ্কর রিমান্ডে, কাজী জাফরউল্লাহ আরেক মামলায় গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার ঘটনা ইসি সচিবের কানে আসেনি