হোম > জাতীয়

খতনা করতে পুরুষাঙ্গে ছিদ্র: কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে খতনা করানোর সময় শিশুর পুরুষাঙ্গ ছিদ্র করে ফেলার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই শিশুর মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ ছাড়া ওই শিশুর মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত বছরের ২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগে বলা হয়—ইসমাইলের বয়স দুই বছর। ছেলের প্রস্রাবের সমস্যা হওয়ায় ডা. মো. মিজানুর রহমানের চেম্বারে নিয়ে গেলে তিনি মুসলমানি করার পরামর্শ দিয়ে পদ্মা হাসপাতালে যোগাযোগ করতে বলেন। ২০২৩ সালের ১৫ মার্চ পদ্মা হাসপাতালে ডা. মিজানুর রহমান শিশুর খতনা করেন। পরবর্তীতে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পর দেখা যায়, প্রস্রাবের রাস্তার পেছনে নিচের দিকে ছিদ্র আছে। বিষয়টি চিকিৎসককে জানালে প্রস্রাবের রাস্তায় পাইপ দিয়ে দেন।

এ দিকে ছেলের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছরের ১৬ মার্চ সে কমিটি প্রতিবেদন দেন। কিন্তু তা প্রকাশ করা হয়নি। এ অবস্থায় শিশুর মা হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়েছে। আর পরবর্তীতে আদেশের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত