হোম > জাতীয়

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন প্ল্যাটফর্মের সভায় ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমসহ ৫০৩ জনকে বিশেষ সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আদালত আজ বৃহস্পতিবার সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আসামি ও সন্দেহভাজনরা মিলে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে দেশে গৃহযুদ্ধ ঘটানোর পরিকল্পনা ও বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা হয়। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের পর এবিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

এজাহারে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে। তাঁরা শেখ হাসিনার সব নির্দেশ পালন করার বিষয়ে ‘একাগ্রচিত্তে মত প্রকাশ করে’।

এতে আরও বলা হয়, ড. রাব্বি আলমের হোস্টিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতা-কর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় জানা যায়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক প্লাটফর্মে দেশ/বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা করে।

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ