হোম > জাতীয়

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার কমিশনের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা একজন ক্লিন ইমেজের শিক্ষাবিদকে হারালাম। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কমিশন গভীরভাবে শোকার্ত, ওনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। কমিশন শোক প্রকাশ করে আনুষ্ঠানিক বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন।

গণ-অভ্যুত্থানে সরকারের পটপরিবর্তনের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া থেকেই ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

২০১৯ সালের ২৬ মে ইউজিসির ত্রয়োদশ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কাজী শহীদুল্লাহ। গত বছরের ২৮ মে তাকে দ্বিতীয় মেয়াদে ওই পদে রাখার আদেশ আসে।

অধ্যাপক শহীদুল্লাহ ২০২২ সালে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হন। এরপর থেকে বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে অবস্থান করতে হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী শহিদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন অস্ট্রেলিয়া থেকে। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যও ছিলেন তিনি।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ