হোম > জাতীয়

রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অগুরুত্বপূর্ণ ৪টি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে নাশকতা এড়াতে টহল ইঞ্জিন চালু এবং রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। 

আজ শুক্রবার রেলস্টেশনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি বলেন, নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ২০০০ আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ জন আনসার রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে। 

এ দিকে রেলওয়ে সূত্র জানায়, রাতের বেলা যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

একই সঙ্গে ঢাকা-নারায়নগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটারের (১৬) শেষ ট্রিপ, ময়মনসিংহ-ভূয়াপুর রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়েছে বলে জানান ঢাকা রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার। 

তিনি বলেন, ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ হয়েছে। আগে এটা ঢাকা থেকে ছেড়ে তারাকান্দি পর্যন্ত গেলেও এখন জামালপুর পর্যন্ত চলবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন