হোম > জাতীয়

রাজনৈতিক দল আইনের খসড়া করছে অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে রাজনৈতিক দল গঠন ও পরিচালনাকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্টের একটি খসড়া প্রস্তুত করার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। 

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কয়েকটি জায়গায় অনুরোধ করেছি, একটা অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করে ড্রাফটটা আমাদের দেন। আমরা আলাপ করব, আমি এটার ওপর জোর দেব। কারণ, আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন এ দেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি ইচ্ছা করলেই দল খুললেন আর চাঁদাবাজি শুরু করলেন—এটা আর হবে না। অবশ্যই নিবন্ধন করতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি। প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছে। পুলিশও রক্ত দিয়েছে।’ 

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আর চাটুকারিতা, মাই গড! এ দেশে চাটুকারিতায় ভরে গেছে। মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করে। এই দেশ আপনাদের, মিডিয়ার দেশ। আপনারা যদি আপনাদের কর্তব্য পালন না করেন, আমাদের পক্ষে, মুষ্টিমেয় লোকের পক্ষে দেশ চালানো সম্ভব না।’

এ সময় সাংবাদিকেরা জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সরকারের আমলে নিষিদ্ধ করা দল সম্পর্কে এই সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেটা রাজনৈতিক বিষয়।’

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন