তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে আরও ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পণ্যে কতটুকু ভ্যাট-ট্যাক্স কমানো হবে, শিগগিরই তা ঘোষণা করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
রোজার মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার সচিবালয়ে পাঁচজন মন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়ছে। যুদ্ধের কারণে বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, সেটা কীভাবে সহনীয় রাখা যায় সে জন্য আমরা সভা করলাম। আমরা এখন ওএমএস কার্যক্রম বৃদ্ধি করব, যাতে করে স্বল্পমূল্য জনগণের হাতে পণ্য পৌঁছাতে পারি। দ্রব্যের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করব। মজুত নিয়ন্ত্রণ করব, কেউ যেন মজুত বেশি রেখে মূল্য বাড়াতে না পারে।’
আসাদুজ্জামান খাঁন, ‘তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সাপ্লাই, স্টক সোর্সের ওপর নজর রাখব। ট্যাক্স-ভ্যাট কমানো যায় কিনা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর যেমন-তেল, চিনিতে ভ্যাট-ট্যাক্স কতটুকু কীভাবে কমানো যায় শিগগিরই ঘোষণা করব।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কালকের (সোমবারের) মধ্যেই ভ্যাট-ট্যাক্স নিয়ে ঘোষণা দিতে পারব। আমরা একটি টাস্কফোর্সও করে দেব।’
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জরুরি বৈঠকে অংশ নেন।