হোম > জাতীয়

ঢাকার শিল্প প্রতিষ্ঠান পাবে ভোলার গ্যাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের বাড়তি গ্যাস ঢাকায় সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া দেশের ২৬০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এ সংক্রান্ত তিনটি প্রস্তাব আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ভার্চুয়াল সংবাদ সম্মেলন জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাপেক্স কর্তৃক ভোলা এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) বাপেক্স শাহবাজপুর গ্যাসক্ষেত্রের উৎপাদিত গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের পর ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারের মাধ্যমে ঢাকায় সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি করা হবে বলেও জানান তিনি। 

একই সভায় দেশের ২৬০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং এ সংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিংয়ে বেসরকারি বিনিয়োগকারী সংস্থা নিয়োগের প্রস্তাব অনুমোদন পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি অংশীদারত্ব বা পিপিপির ভিত্তিতে এই কাজ বাস্তবায়ন করা হবে। এই কাজের পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৯৩টি ইউনিয়নের কাজ পেয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড। বাকি ১ হাজার ৩০৭টি ইউনিয়নের কাজ পেয়েছে ফাইবার অ্যাট হোম লিমিটেড।

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক