হোম > জাতীয়

চলতি সপ্তাহেই কম বয়সীদের টিকা দেওয়া হতে পারে: স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কম বয়সীদের টিকা দেওয়ার ঘোষণা আগেই জানিয়েছিল সরকার। সে অনুযায়ী চলতি সপ্তাহেই দেশের ২১টি কেন্দ্রে তাদের টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খুরশীদ আলম। 

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে। 

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, শিশু-কিশোরদের টিকার বিষয়টি নানা কারণে হয়নি। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দেয়নি। তবে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় গিয়ে ডব্লিউএইচওর ডিজির সঙ্গে কথা বলেছেন, তারা সম্মতি দিয়েছে। বিভিন্ন দেশে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটি মাথায় রেখে আমরাও একই টিকা দেব। 

খুরশীদ আলম বলেন, চাইলেই ফাইজারের এই টিকা সব জায়গায় দেওয়া যাচ্ছে না। এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। আপাতত ২১টি কেন্দ্রে শুরু হবে। পর্যাপ্ত সুবিধা না থাকায় বাকিগুলোতে আপাতত দেওয়া যাচ্ছে না। সেগুলোতে বিকল্প ব্যবস্থা সম্ভব করা হবে। এ জন্য যত লজিস্টিক সাপোর্ট দরকার দেওয়া হবে, প্রয়োজনে এক কেন্দ্র থেকে পাশের কেন্দ্রে নেওয়া হবে। আপাতত সিটি করপোরেশন ও জেলা শহরে দেওয়া হবে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা