হোম > জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস-এপিএস নিয়োগ শুরু

নতুন মন্ত্রিসভার ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগের পিএসদেরই বহাল রাখা হয়েছে। রবি ও সোমবার এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
 
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পিএস মোহাম্মদ সানোয়ার হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিএস মো. আলমগীর হোসেনকে একই পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস (আইসিটি বিভাগে থাকাকালীন) মো. মুশফিকুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস মো. রোকন-উল-হাসান এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস হিসেবে চলতি দায়িত্ব পালন করা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমানকে আগের পদেই নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাকি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নতুন পিএস পেয়েছেন। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের পিএস, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম হুমায়ুন কবীরকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পিএস, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কমল কুমার ঘোষকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের পিএস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিবকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পিএস এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলমকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে। 

একইভাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসনের উপসচিব মো. তোফাজ্জল হোসেন। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মোস্তাফিজার রহমানকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির পিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ আল আমীনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে। 

অপর এক প্রজ্ঞাপনে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহপাড়া গ্রামের শাহ সালাউদ্দীন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুরে। ভোলা চরফ্যাশনের মিয়াজানপুর গ্রামের মনির হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এপিএস নিয়োগ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের এপিএস নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর। মন্ত্রীর বাড়িও কিশোরগঞ্জে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর বাড়িও বোচাগঞ্জ। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির এপিএস নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ। 

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা তাঁদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। একইভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা তাঁদের জন্য পদায়ন করা এপিএসকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী