হোম > জাতীয়

শ্রীলঙ্কায় বাংলাদেশিরা নিরাপদ আছে: বাংলাদেশ হাইকমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংঘাতসংকুল শ্রীলঙ্কায় প্রায় আড়াই শ বাংলাদেশি আছেন। তাঁদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কান মালিকানাধীন বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিকের কাজে আছেন কমপক্ষে ২০০ ব্যক্তি। এ ছাড়া আছেন প্রায় ৪০ জন পেশাজীবী, যারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁরা সবাই গতকাল বুধবার পর্যন্ত নিরাপদ আছেন বলে জানিয়েছেন কলম্বোয় বাংলাদেশের হাইকমিশনার তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম।

 শ্রীলঙ্কা-প্রবাসী বাংলাদেশি কেমন আছেন জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বুধবার রাতে বলেন, ‘এখনো অসুবিধা হচ্ছে না। কারফিউ আছে। তবে সহিংসতা কমে এসেছে। এর মধ্যেই বাংলাদেশের মানুষদের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ করা হচ্ছে। দুটি টেলিফোন হটলাইন নম্বর দেওয়া আছে। খোঁজখবর রাখা হচ্ছে। তাঁরা তেমন কোন সমস্যায় নেই।’ 

নির্মাণ শ্রমিকেরা প্রধানত ডরমিটরিতে থাকেন এবং যার যার কোম্পানির ব্যবস্থাপনায় তাঁরা কর্মস্থলে যাতায়াত করেন জানিয়ে তিনি বলেন, ‘নিজে নিজে বের হয়ে কোনো পরিস্থিতিতে না পড়লে অসুবিধা হওয়ার কথা নয়।’ 

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন খোলা আছে। শ্রীলঙ্কানদের ভিসা দেওয়া হচ্ছে। তবে জ্বালানি সংকট আছে বলে কাজ-কর্মে কিছু অসুবিধা হয়। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি আছে বলে কয়েক ঘণ্টা লোডশেডিং হয়। মাঝে মাঝে গাড়ি ও জেনারেটর চালানোর তেল পেতে সমস্যা হলে কাজে বিঘ্ন ঘটে। 

সামনের দিনগুলোয় জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে কী হবে, সে ব্যাপারে কিছু অনিশ্চয়তা আছে জানান হাইকমিশনার। 

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল