হোম > জাতীয়

ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষকে ডাকবে সংসদীয় কমিটি: তথ্যমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছাড়ানো হয়। এসব প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে শোনা হবে। এ জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষকে তলবের সিদ্ধান্ত হয়েছে। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বুধবারের বৈঠকে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। দুর্গাপূজার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া হয়। এ জন্য সারা দেশে পূজা মণ্ডপে ভাঙচুর ও হানাহানির মতো অনেক ঘটনা ঘটেছে। 

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব রটিয়ে ও অসত্য তথ্য প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর দায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সার্ভিস প্রোভাইডারদের নিতে হবে। সংসদীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কমিটির পরবর্তী যে কোনো বৈঠকে নোটিশ দিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বাংলাদেশে যারা আছে তাদের প্রতিনিধিদের ডাকা হবে। এ বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। 

ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষকে স্থায়ী কমিটিতে ডাকার ব্যাখ্যায় হাছান মাহমুদ বলেন, আইডি লুকিয়ে দেশ-বিদেশ থেকে গুজব রটায়। এর ফলে দেশে হানাহানি হয়, এটির দায় কি তাদের নেই? অবশ্যই তাদের দায় আছে। এটি নিয়ন্ত্রণের কোনো বিষয় না, এটা দায়বদ্ধতার বিষয়। কারণ আইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার কথা বলেছিলাম। যাদের আইডি কার্ড নেই তাদের বাবা-মার অনুমতি নিয়ে যেন আইডি খুলতে পারে এ ধরনের ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছিল, তারা শোনেনি। ফলে অবশ্যই তাদের দায় আছে। তাদের দায়বদ্ধতার জায়গাটা স্বীকার করতে হবে। সংসদীয় কমিটি সরকার নয়। তারা আইন প্রণয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশের যে কাউকে তারা ডাকতে পারে তাদের সে ক্ষমতা তাদের আছে। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির