হোম > জাতীয়

নাশকতা, ডাকাতি সম্পর্কে জনগণকে সতর্ক করতে মসজিদগুলোর প্রতি আহ্বান 

বাসস, ঢাকা

দেশব্যাপী পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের মাইকে জনগণকে সচেতন করতে হবে। এ ছাড়া আজ থেকে প্রতি ওয়াক্ত আজানের সময় মসজিদের মাইকে এ ঘোষণা দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের অ্যাড-হক কার্যালয় আজ বৃহস্পতিবার জারি করা এক সতর্ক বার্তায় এ আহ্বান জানায়। আজ রাতে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন মুহাম্মদ ইউনূস। 

সতর্ক বার্তায়, একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী মহল কর্তৃক প্ররোচিত একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে বলে স্থানীয়দের নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মসজিদের মাইকে যে ঘোষণাটি দিতে হবে তা হলো, ‘প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পাড়ায় পাড়ায় এখন ডাকাতি এবং ধর্ষণ হচ্ছে। এ ছাড়া কুচক্রী ও সন্ত্রাসী মহলের ইন্ধনে একটি দল দেশে নৈরাজ্য তৈরি করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে একত্রিত হতে হবে। গত কিছুদিনে আমরা যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির-বাড়িতে হামলা প্রতিরোধ করেছি, যেভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, ঠিক একইভাবে আমরা এই জালিম ডাকাতদল ও কুচক্রী মহলকে প্রতিহত করবো।’

বার্তায় বলা হয়, ‘আমরা সবাই মিলে ডাকাত প্রতিরোধ কমিটি করে, এলাকায় কমপক্ষে ২০ জনের দল গঠন করে পাহারার ব্যবস্থা করব। নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত-নির্বিশেষে সবাই এগিয়ে আসব।’

এ বিষয় নিয়ে (এলাকার কমপক্ষে তিনজন দায়িত্বশীল তরুণ ও প্রবীণ ব্যক্তির নাম) সবার সঙ্গে নামাজের পর আলোচনা করতে হবে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন