হোম > জাতীয়

করোনার নতুন ঢেউ এসেছে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার অনুরোধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের নতুন ঢেউ এসেছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। আমরা সবাইকে টিকা দিতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিতে পেরেছি। নতুনভাবে দেখা দিয়েছে। সবাইকে বলব স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে।’

আজ বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘মরার ওপর খাঁড়ার ঘা’ আমাদের জন্য বলেও মন্তব্য করেন সংসদ নেতা।  

প্রধানমন্ত্রী বলেন, তিনটি গৌরবময় অধ্যায় আমাদের উন্নয়নশীল দেশে উত্তরণ সরকারের জন্য একটা মাইলফলক। আমরা আমাদের দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের মানুষের জন্য এই গৌরবটা আমরা বয়ে আনতে পেরেছি।’  

এ সময় বিগত ১৩ বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। এ ছাড়া করোনার সময়ে দেশের অর্থনৈতিক গতিধারা চালু রাখতে সরকার গৃহীত বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন তিনি।  

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রয়াত নির্মল রঞ্জন গুহর বিদেহী আত্মার শান্তি কামনা করে সরকার প্রধান বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক লীগের নির্মল গুহ মৃত্যুবরণ করে। এই বন্যার সময় তাঁর নেতৃত্বে ত্রাণ দিচ্ছিল। সে অসুস্থ হয়ে যায়। আজকে সে মারা গেল। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব