হোম > জাতীয়

ভোজ্যতেলের চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক সমস্যার কারণে দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। এ জন্য দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আজ বুধবার দ্রব্যমূল্য সংক্রান্ত জাতীয় ট্রান্সপোর্টের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে চাই। দেশে ৭ লাখ মেট্রিকটন ‘রাইস ব্রান ওয়েল’ উৎপাদন করা সম্ভব, যা দেশের মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করবে। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যে ভোজ্যতেলের দাম বেড়েছে, তা আশপাশের দেশের তুলনায় কম। আশপাশের দেশের সঙ্গে বাংলাদেশে ভোজ্যতেলের দামের তুলনা করতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

গম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত থেকে বেসরকারি পর্যায়ে গম আমদানি করা সম্ভব। ভারত বাংলাদেশে গম রপ্তানি অব্যাহত রেখেছে।’

পেঁয়াজ সম্পর্কে তিনি বলেন, ‘কৃষক পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ২০-২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৪০-৪৫ টাকার মধ্যে রাখতে হবে। দাম কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং অস্বাভাবিক বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি মাথায় রেখে কাজ পরিচালনা করা হচ্ছে। দাম অস্বাভাবিক বাড়লে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন