হোম > জাতীয়

‘রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুরাইনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: সংগৃহীত

রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত শেষে শ্রম সচিব জানান, এই কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ২৯১ জন শ্রমিককে সমাহিত করা হয়েছিল, যাদের পরিচয় আজও অজানা। তিনি আহত শ্রমিকদের সুস্থতা কামনা করেন।

শ্রম সচিব বলেন, উপদেষ্টা একটি সরকারি কাজে কক্সবাজার গিয়েছেন। তাঁর পরামর্শক্রমে আজকের এই আয়োজন। সবার দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সবার বিচার হোক।

শফিকুজ্জামান আরও বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যাতে আগামী বছরের এ দিনে শ্রমিকদের ভালো খবর দিতে পারি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ তৈরিতে শ্রম আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হচ্ছে।

এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান