হোম > জাতীয়

রোহিঙ্গাদের ২ কোটি ২০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের জন্য আরও ২ কোটি ২০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইউরোপিয়ান কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, ইউরোপিয়ান কমিশন রোহিঙ্গাদের জন্য আরও ২ কোটি ২০ লাখ ইউরো দিচ্ছে। এ অর্থ বাংলাদেশে আশ্রয় নেওয়া ও মিয়ানমারে আক্রান্ত রোহিঙ্গাদের জীবন রক্ষার সহায়তায় ব্যয় করা হবে। এ দিয়ে সুরক্ষা সেবা, খাদ্য সহযোগিতা, পুষ্টি, স্বাস্থ্য এবং আশ্রয়ের মতো জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। 

এ অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুদান ৪ কোটি ১০ লাখ ইউরোতে পৌঁছেছে। আর মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত ২ কোটি ৭০ লাখ ডলার দিয়েছে ইইউ। 

বাংলাদেশে ৯ লাখ ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থী অনিশ্চিত ও অবনতিশীল পরিস্থিতিতে কক্সবাজারে ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে বসবাস করছেন। আর প্রায় ২৭ হাজার শরণার্থী ভাসানচরে বসবাস করছেন। এসব রোহিঙ্গারা সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। 

মিয়ানমারে মানবিক সহযোগিতার প্রয়োজনীয়তা বেশ বেড়েছে। ২০২১ সাল থেকে ১০ লাখ থেকে ১ কোটি ৪৪ লাখ মানুষের জন্য মানবিক সহযোগিতার প্রয়োজন তৈরি হয়েছে। এ ছাড়া বর্তমানে ৯ লাখ ৩৬ হাজার ৭০০ মিয়ানমারের নাগরিক অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে। দেশটিতে মানবিক কার্যক্রম পরিচালনায় বাধা বাড়ছে। 
বাংলাদেশে ২০০২ সাল এবং মিয়ানমারের ১৯৯৪ সাল থেকে সহযোগিতা করে আসছে ইইউ। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন