হোম > জাতীয়

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বৃহস্পতিবার থেকে চিঠি দেওয়ার মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। 

অশোক কুমার দেবনাথ জানান, সংলাপের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা অনুযায়ী ১৭ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের সংলাপ।  আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ হবে বলে নির্ধারণ করা হয়েছে।  বাকি সব দলের সঙ্গে এক ঘণ্টা করে সংলাপে বসবে ইসি। সব শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার মধ্য দিয়ে শেষ হবে এবারের সংলাপ। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন,   ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’ 

গত কমিশনের আমলে দেখা গেছে সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই দায়িত্ব সেরে ফেলেছিল ইসি। এগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও তেমন কিছু হবে কি না জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সময় হলে দেখা যাবে।’ 

আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছে ইসি। বিএনপিকে নির্বাচনে আনতে বিশেষ কিছু করছেন কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’ 

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর