হোম > জাতীয়

ঈদে লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আসন্ন ঈদুল ফিতরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে লঞ্চের টিকিট দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের ঈদ প্রস্তুতিবিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এর আগে লঞ্চের কেবিনে কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে। সে জন্য তাদের পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেগ পেতে হয়েছে। এ কারণে আসন্ন ঈদে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না। এ বিষয় সিদ্ধান্তে মালিক-শ্রমিক সবাই একমত হয়েছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা দেওয়া রয়েছে। সেই নির্দেশনাগুলো মেনে নৌপরিবহনগুলো চালাতে হবে। তবে পদ্মা সেতু থাকায় ফেরি চলাচলে কিছু সমস্যা হচ্ছে। এ জন্য নতুন পথ চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা ও ফিরে আসা বিষয়ে নৌপরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে যাত্রীরা যাতে রাতে সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরতে পারে এবং সেখান থেকে ঢাকায় আসতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আসন্ন ঈদে কেউ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে পারে, সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত গ্রহণ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। 

খালিদ মাহমুদ বলেন, ঈদে ৫১টি ফেরি চলাচল করবে। মানুষ যাতে সহজে বাড়ি ফিরতে পারে, সে জন্য ২৭ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া ঈদের সময় বালুবাহী যানবাহন এবং ছোট ধরনের যানবাহন চলাচল না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

নৌ প্রতিমন্ত্রী বলেন, সভায় জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে। তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা লিখিত আকারে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এসব নির্দেশনা মেনে লঞ্চ চলাচলের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নৌ দুর্ঘটনা রোধে ঈদের আগে ফায়ার সার্ভিসকে নৌ হাটের দিকে নজর রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল