হোম > জাতীয়

বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। 

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথাও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। ওই সব ঘটনা জাতিসংঘের সহায়তায় তদন্ত করা হবে। 

যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে, তাদের হুকুম দাতাদের আইনের আওতায় আনা হবে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাঁকে আইনের আওতায় আনা হবে। 

রাষ্ট্রের বিভিন্ন স্তরে বৈষম্য নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করে তার সমাধানের ব্যবস্থা করা হবে।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ