হোম > জাতীয়

বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। 

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথাও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। ওই সব ঘটনা জাতিসংঘের সহায়তায় তদন্ত করা হবে। 

যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে, তাদের হুকুম দাতাদের আইনের আওতায় আনা হবে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাঁকে আইনের আওতায় আনা হবে। 

রাষ্ট্রের বিভিন্ন স্তরে বৈষম্য নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করে তার সমাধানের ব্যবস্থা করা হবে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন