হোম > জাতীয়

প্রথম দিন আপিল করলেন ৪২ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আজ মঙ্গলবার ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৬, ফরিদপুর অঞ্চলে ৫, চট্টগ্রাম অঞ্চলে ৬, ময়মনসিংহ অঞ্চলে ৯, বরিশাল অঞ্চলে ২, খুলনা অঞ্চলে ৮, রংপুর অঞ্চলে ২, সিলেট অঞ্চলে ১ ও কুমিল্লা অঞ্চলে ৩টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।

নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আপিল আবেদনকারীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র, আওয়ামী লীগের একজন এবং জাতীয় পার্টি তিনজন প্রার্থী রয়েছেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আল মামুন। মুন্সিগঞ্জ–১ আসনে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত যশোর–১ আসনে মো. আক্তারুজ্জামান, খুলনা–৬ আসনে শফিকুল ইসলাম মধু, কুমিল্লা–২ আসনে এটিএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে উভয়ের জন্যই আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’

শাহজাহান ওমর কেন এসেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বিষয় না।’

অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ বিষয়ে সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’

যেসব কারণে প্রার্থিতা বাতিল

সমর্থনসূচক তালিকা অসম্পূর্ণ ও অসংগতি, হলফনামায় স্বাক্ষর নেই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ প্রমাণ দাখিল করতে না পারা, ১% ভোটারের প্রয়োজনীয় সংখ্যা স্বাক্ষরযুক্ত কপি সংযুক্ত না করা, ১% সমর্থনসূচক তালিকার গরমিল, আয়কর রিটার্নের কাগজ দাখিল না করা, কর খেলাপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া, ঋণ খেলাপি, লাভজনক পদ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পদত্যাগপত্র জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন, মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়া হয়নি ইত্যাদি। 

গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। ওদিন রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পরেছিল ২ হাজার ৭১৬টি।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত