হোম > জাতীয়

মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শনে সেনাপ্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

সভা শেষে সামরিক কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে সেনাপ্রধান। ছবি: আইএসপিআর

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান ও বিএমটিএফের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, আজ মঙ্গলবার সেনাপ্রধান গাজীপুরে অবস্থিত বিএমটিএফ লিমিটেড সরেজমিন পরিদর্শন করেন। তিনি বিএমটিএফ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস সভায় যোগ দেন।

সভা শেষে তিনি বিএমটিএফ লিমিটেডের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর সেনাপ্রধানকে উৎপাদনের সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে এর অবদান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এর ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

সেনাপ্রধান বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় শিল্পপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, উচ্চমান বজায় রাখা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে বিএমটিএফ লিমিটেডের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।

এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেডের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব