হোম > জাতীয়

কৃষি ক্যাডারের বঞ্চিত ৬৫ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার দাবি

কৃষি ক্যাডারের ৬৫ জন বঞ্চিত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে একপেশে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

আজ মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত বিসিএস কৃষি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে আজ মঙ্গলবার খামারবাড়িতে সংগঠনের জরুরি সভা হয়।

সভায় জুলাই বিপ্লবের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ফলে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের তীব্র প্রত্যয়কে পাশ কাটিয়ে শুধু সুবিধাভোগী একটি বিশেষ ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়ায় অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর জনবান্ধব জনপ্রশাসন গঠনের লক্ষ্যে বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয়, যেখানে প্রথম প্রজ্ঞাপনে কমিটির আটজন সদস্যদের মধ্যে সাতজনই একটি বিশেষ ক্যাডারের সদস্য হওয়ায় সংস্কার কমিটির নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়। পরবর্তীকালে জাতির সন্দেহ ও আশঙ্কাকে সত্য প্রমাণ করে শুধু একটি ক্যাডারকে বিভিন্নভাবে অযৌক্তিক ও অনৈতিক সুযোগ সুবিধাসহ ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হচ্ছে।

বাকি ২৫ ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের জন্য বিভিন্ন বিভ্রান্তিমূলক নির্দেশনা দিয়ে একাধিকবার আবেদন নিয়েও তাঁদের ন্যায্য প্রাপ্যতাকে বিবেচনায় আনা হচ্ছে না। প্রশ্নবিদ্ধ কমিটির দুর্বলতার সুযোগ নিয়ে একমাত্র প্রশাসন ক্যাডারই তাদের সব অনৈতিক সুযোগ-সুবিধা কুক্ষিগত করছে। এর ফলে অন্যান্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ও কর্মরত বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

সভায় অবিলম্বে কৃষি ক্যাডারের ৬৫ জন বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ আর্থিক সুবিধা দেওয়ার জোর দাবি জানানো হয়।

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর