হোম > জাতীয়

কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা হিসেবে এবার মাদ্রাসাশিক্ষার্থীদের টিকাদান শুরু করল সরকার। আজ রোববার প্রথম দিনে ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ শিশু শিক্ষার্থীকে দেওয়া হবে টিকা। এ ছাড়া ১৭-এর বেশি আরও ১০০ শিক্ষার্থী টিকা পাবেন। এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফাইজারের টিকা। 

রোববার সকালে রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া নুরানি (দাওরায়ে হাদিস) নুরানি মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা। 

এ সময় শেষ ধাপে সারা দেশে বাদ পড়া সবাইকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে বলে জানান তিনি। 

আর মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে টিকা নিয়ে কোনো অনীহা নেই বলে জানান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। 

এ সময় টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ মাদ্রাসায় টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সব কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। ধীরে ধীরে এটার প্রসার বাড়ানো হবে। এ জন্য সারা দেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তাঁরা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।’

এদিকে একই দিনে আজ রোববার সন্ধ্যা ৭টায় কমলাপুর রেলস্টেশন থেকে ভাসমান মানুষদের টিকাদান শুরু হওয়ার কথা রয়েছে। এদিন অন্তত ১ হাজার মানুষকে টিকা দিতে চায় সরকার। 

এর আগে গত ৩০ জানুয়ারি রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, মাদ্রাসা শিক্ষার্থীসহ সব শিশু, এমনকি ভাসমানদেরও টিকা দেওয়া হবে। শিশুদের ক্ষেত্রে ফাইজার আর ভাসমানদের গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৩ লাখ ৩৬ হাজার জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন