হোম > জাতীয়

চাকরির মেয়াদ শেষ, জ্ঞান অর্জনে ৬ দিনের বিদেশ সফরে পূর্ত সচিব

তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন চাকরির শেষ সময়ে এসে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণে গেছেন। চুক্তিতে সচিবের চেয়ারে থাকা এ কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ মার্চ। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছয় দিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন তিনি। 

আগামী ১০ মার্চ তাঁর চাকরির মেয়াদ শেষ। আর তাঁর দেশে ফেরার কথা রয়েছে ১১ মার্চ। ওয়াছি উদ্দিন বর্তমানে ভবন ও জলবায়ু বিষয়ক একটি অনুষ্ঠানে প্যারিসে অবস্থান করছেন। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাইলা আহমেদও গেছেন বলে মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ সূত্রে জানা গেছে। 

পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে সচিব হিসেবে গত বছর এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সরকারি চাকরি আইন ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী তাঁর অবসর–উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২০২৩ সালের ১০ মার্চ পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য ওই মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 

এর আগে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর কাজী ওয়াছি উদ্দিনকে এই মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়মিত নিয়োগ দেওয়া হয়েছিল। এ কর্মকর্তা এর আগে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ–২) হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। 

এদিকে, মাসখানেক ধরে কাজী ওয়াসি উদ্দিনের আবারও চুক্তিতে সচিব পদে থাকা নিয়ে জোর গুঞ্জন ছিল পূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোতে। কাজী ওয়াছি উদ্দিনও চুক্তির মেয়াদ বাড়াতে বেশ তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু নানা অনিয়মের অভিযোগ থাকায় শেষ পর্যন্ত সেটি হয়নি বলে জানা গেছে। 

কাজী ওয়াছি উদ্দিনের আগে এ মন্ত্রণালয়ে সচিবের চেয়ারে মো. শহীদ উল্লা খন্দকারও নিয়মিত চাকরি শেষে পরপর তিনবার চুক্তিতে দায়িত্বে ছিলেন।

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন