হোম > জাতীয়

হাইকোর্টের পৃথক বেঞ্চে রোববার থেকে চলবে ওয়াক্‌ফ মামলার শুনানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ওয়াক্‌ফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী রোববার থেকে ওয়াক্‌ফ মামলার শুনানি চলবে পৃথক বেঞ্চে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াক্‌ফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বেঞ্চটি গঠন করা হয়েছে। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের ২০২৫ সালের ১৪৬ নম্বর গঠনবিধি অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করেছেন। এর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করলে তিনি সদয় বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, আগামী রোববার থেকে এই বেঞ্চের কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলমকে এই বেঞ্চের বিচারকার্য পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। বেঞ্চটিকে অগ্রাধিকার ভিত্তিতে ওয়াক্‌ফ, মুক্তিযোদ্ধাবিষয়ক ও ইনকাম ট্যাক্স-সংক্রান্ত রিট মোশন এবং এ-সংক্রান্ত শুনানিসহ আরও কিছু বিষয় শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওয়াক্‌ফ প্রশাসনের কয়েক শ মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন রয়েছে। এর ফলে ওয়াক্‌ফ এস্টেটের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। ওয়াক্‌ফ প্রশাসনের অনেক ভূমি ইতিমধ্যে বেহাত হয়েছে। ওয়াক্‌ফ-সংক্রান্ত মামলা শুনানির দায়িত্বপ্রাপ্ত এই বেঞ্চে যৌক্তিক সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং ওয়াক্‌ফ প্রশাসনে গতি সঞ্চার হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি