হোম > জাতীয়

ছয় দিনের সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের প্রথম দুই দিন হবে রাষ্ট্রীয় সফরের অংশ। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারকে সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।’

বিমানটি স্থানীয় সময় বেলা ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন। 

অনুষ্ঠানসূচি অনুযায়ী পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নৌযানে করে মালের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। মালেতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সে সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। 

সেদিন সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সেখানে সমঝোতা স্মারক সই এবং সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠিত হবে। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। সেখান থেকে দুপুরে হোটেল জেন মালেতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, এরপর প্রধান বিচারপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার বিকেলে হোটেল থেকে মালদ্বীপের পার্লামেন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। 

প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট চারটি সমঝোতা স্মারকে সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এই সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরই মধ্যে সামরিক যানগুলো মালদ্বীপে পাঠানো হয়েছে।

২৪ থেকে ২৬ ডিসেম্বর মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ ডিসেম্বর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল