হোম > জাতীয়

বিদেশ গেলেন আজিজ আহমেদের স্ত্রী-সন্তান, ফ্লাইটে নেই সাবেক সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান আজ বুধবার সকালের একটি ফ্লাইটে বাহরাইনে গেছেন। বাহরাইন থেকে তাঁদের দুবাই যাওয়ার কথা রয়েছে। তাঁদের সঙ্গে আজিজ আহমেদের যাওয়ার কথা থাকলেও তিনি ফ্লাইটে ওঠেননি।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মামলা থাকার পরও যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই তাদের যেতে কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান সপরিবারের বিদেশে গেছেন কি না—সেটি নিশ্চিত হয়ে বলতে হবে। কারণ, প্রতিদিন কমপক্ষে ১০ হাজার লোক বিমানবন্দর বিদেশ যাচ্ছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইট ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে আজিজ আহমেদের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটের টিকেট কাটা ছিল। তবে তিনি চেকইন করেননি।

প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজ আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি বিদেশ গেছেন কি না—সেটি নিশ্চিত জানা যায়নি।

অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তাঁর ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। তাঁর কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা রয়েছে।

জানা গেছে, আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

আরও পড়ুন:

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ