হোম > জাতীয়

ভারতের সঙ্গে চুক্তি পর্যালোচনার অগ্রগতি সীমিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বিগত ১৬ বছরে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী শাসনামলে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে ক্ষেত্রে সরকারের প্রথম ১০০ দিনে অগ্রগতি খুব একটা হয়নি। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়। গত ১০০ দিনে এ ক্ষেত্রে অগ্রগতি সীমিত।’ তবে সামনে বিষয়টি গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করে তৌফিক হাসান।

ভারতের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ে আগামী ডিসেম্বরে যে পরামর্শমূলক সভা (ফরেন অফিস কনসালটেশনস–এফওসি) হবে, সেখানে দেশটিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি তোলা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তৌফিক হাসান বলেন, ‘সেই সভায় কী কী বিষয় আলোচনায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আর তাঁকে (হাসিনা) ফেরানোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সরকারিভাবে কোনো নির্দেশনা পায়নি।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক বিষয়, এমনটা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নির্দেশনা পাওয়ামাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।’

মুখপাত্র বলেন, ‘ভারতে বিভিন্ন প্রয়োজনে যেতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি এফওসিতে তোলা হতে পারে।’ ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার সম্পর্কে করা এক প্রশ্নে তৌফিক হাসান বলেন, ‘এমন অপপ্রচার কাম্য নয়।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির