হোম > জাতীয়

আবুধাবিতে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক লটারিতে এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। ৫৬ বছর বয়সী এই বাংলাদেশি পেশায় একজন গাড়িচালক। তিনি আবুধাবি বিগ টিকিটে এই পুরস্কার জিতেছেন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাস আল খাইমায় বসবাস করা মোহাম্মদ আবুধাবি বিগ টিকিটের কথা প্রথম শুনেছিলেন তাঁর বন্ধুদের কাছে। তাঁরা বন্ধুরা মিলে প্রতি মাসেই লটারির টিকিট কিনতেন।

মোহাম্মদ বলেন, ‘১৯ জন বন্ধু মিলে আমাদের গ্রুপ। প্রায় এক বছর ধরে প্রতি মাসেই টিকিট কিনছি আমরা। নিজের নামে এবারই তৃতীয়বারের মতো টিকিট কিনেছিলাম।’

বিগ টিকিটের বিশেষ প্রচারণার সময় টিকিট কিনে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ বলেন, ‘দুটি কিনলে দুটি ফ্রি অফারে আমরা চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটো টিকিট বাছাই করেছি, আমার বন্ধুরা বেছে নিয়েছে বাকি দুটো। যে টিকিটে পুরস্কার জিতেছি সেটা আমারই বেছে নেওয়া। এই পুরস্কার জয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

পুরস্কারের এই অর্থ দিয়ে বাংলাদেশে পরিবারের জন্য বাড়ি কিনতে পারেন বলে জানান মোহাম্মদ। তিনি বলেন, ‘এখনো জানি না টাকা দিয়ে কী করব। পুরস্কারটা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। আর নগদ অর্থ দিয়ে বাংলাদেশে আমার সন্তানদের জন্য নতুন একটি বাড়ি কিনতে পারি।’

চলতি মাসের পুরোটা জুড়েই টিকিট কিনে পরবর্তী ড্রতে ২০ মিলিয়ন দিরহাম বা, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা পুরস্কার জয়ের সুযোগ থাকছে। বিগ টিকিটের গ্রাহকেরা সামনে সাপ্তাহিক ড্রতে এক মিলিয়ন দিরহাম জিততে পারবেন। আয়োজকেরা ঘোষণা করেছেন, নতুন ড্র অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর বেলা ২টায়। নতুন বছরে প্রবেশের আগে অংশগ্রহণকারীদের বড় জয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকেরা।

৩১ ডিসেম্বরের ড্রতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩টি পুরস্কার থাকবে। ২০ মিলিয়ন দিরহামের পুরস্কার ছাড়াও থাকছে আরও ১০টি নগদ পুরস্কার। সেখানে থাকবে বিলাসবহুল বিএমডব্লিউ এবং রেঞ্জ রোভার ভেলার গাড়ি জয়ের সুযোগ।

লুট হওয়া ভারী অস্ত্র বাইরে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা