হোম > জাতীয়

ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে আপিল বিভাগে বিচারকাজ আধাবেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যপ্রয়াত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিলের বিচারকাজ আধাবেলা বন্ধ থাকবে। আজ রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত নেন। 

সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মইনুল হোসেনের মৃত্যুর বিষয়টি আপিল বিভাগের নজরে এনে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে। আগেও বারের সাবেক সভাপতিদের মৃত্যুতে সম্মান দেখিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।  

এরপর অন্যান্য বিচারপতির সঙ্গে পরামর্শ করে আপিল বিভাগে বেলা ১১টার পর বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি। তবে হাইকোর্ট বিভাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  

ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তাঁর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করছেন। 

এদিকে সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা, বাদ জোহর সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা শেষে আজই আজিমপুর কবরস্থানে তার বাবা-মায়ের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন মইনুল হোসেনের একান্ত সচিব ওয়াহিদুজ্জামান।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী