হোম > জাতীয়

ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে আপিল বিভাগে বিচারকাজ আধাবেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যপ্রয়াত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিলের বিচারকাজ আধাবেলা বন্ধ থাকবে। আজ রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত নেন। 

সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মইনুল হোসেনের মৃত্যুর বিষয়টি আপিল বিভাগের নজরে এনে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে। আগেও বারের সাবেক সভাপতিদের মৃত্যুতে সম্মান দেখিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।  

এরপর অন্যান্য বিচারপতির সঙ্গে পরামর্শ করে আপিল বিভাগে বেলা ১১টার পর বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি। তবে হাইকোর্ট বিভাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  

ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তাঁর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করছেন। 

এদিকে সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা, বাদ জোহর সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা শেষে আজই আজিমপুর কবরস্থানে তার বাবা-মায়ের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন মইনুল হোসেনের একান্ত সচিব ওয়াহিদুজ্জামান।

চতুর্থ দিনে প্রার্থীতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি