হোম > জাতীয়

ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে আপিল বিভাগে বিচারকাজ আধাবেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যপ্রয়াত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিলের বিচারকাজ আধাবেলা বন্ধ থাকবে। আজ রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত নেন। 

সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মইনুল হোসেনের মৃত্যুর বিষয়টি আপিল বিভাগের নজরে এনে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে। আগেও বারের সাবেক সভাপতিদের মৃত্যুতে সম্মান দেখিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।  

এরপর অন্যান্য বিচারপতির সঙ্গে পরামর্শ করে আপিল বিভাগে বেলা ১১টার পর বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি। তবে হাইকোর্ট বিভাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  

ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তাঁর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করছেন। 

এদিকে সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা, বাদ জোহর সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা শেষে আজই আজিমপুর কবরস্থানে তার বাবা-মায়ের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন মইনুল হোসেনের একান্ত সচিব ওয়াহিদুজ্জামান।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ