হোম > জাতীয়

ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে আপিল বিভাগে বিচারকাজ আধাবেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যপ্রয়াত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিলের বিচারকাজ আধাবেলা বন্ধ থাকবে। আজ রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত নেন। 

সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মইনুল হোসেনের মৃত্যুর বিষয়টি আপিল বিভাগের নজরে এনে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে। আগেও বারের সাবেক সভাপতিদের মৃত্যুতে সম্মান দেখিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।  

এরপর অন্যান্য বিচারপতির সঙ্গে পরামর্শ করে আপিল বিভাগে বেলা ১১টার পর বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি। তবে হাইকোর্ট বিভাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  

ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তাঁর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করছেন। 

এদিকে সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা, বাদ জোহর সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা শেষে আজই আজিমপুর কবরস্থানে তার বাবা-মায়ের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন মইনুল হোসেনের একান্ত সচিব ওয়াহিদুজ্জামান।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা