হোম > জাতীয়

ঈদের আগেই বাস টার্মিনালের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাবতলীতে পরিদর্শনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় বাস কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকেরা যেন নিরাপদে গাড়ি চালনা করে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।

আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে এসব নির্দেশনা দেন বিআরটিএ চেয়ারম্যান।

এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা ও খানাখন্দ মেরামত করার বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করতে হবে। যাতে করে যাত্রীরা সঠিক গাড়িতে উঠতে পারেন। একই সঙ্গে টার্মিনাল থেকে কোন গাড়ি বের হচ্ছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন বুঝতে পারেন।

পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট, রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ-ইমেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

বেলা ২টায় ওসমান হাদির জানাজা