হোম > জাতীয়

ঈদের আগেই বাস টার্মিনালের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাবতলীতে পরিদর্শনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় বাস কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকেরা যেন নিরাপদে গাড়ি চালনা করে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।

আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে এসব নির্দেশনা দেন বিআরটিএ চেয়ারম্যান।

এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা ও খানাখন্দ মেরামত করার বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করতে হবে। যাতে করে যাত্রীরা সঠিক গাড়িতে উঠতে পারেন। একই সঙ্গে টার্মিনাল থেকে কোন গাড়ি বের হচ্ছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন বুঝতে পারেন।

পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতারা উপস্থিত ছিলেন।

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে