হোম > জাতীয়

বাংলাদেশে হয়রানি, নির্বিচার আটক ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করল জাতিসংঘ

বাংলাদেশে কোনো ধরনের হয়রানি, নির্বিচার আটক ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, নির্বাচনের আগে বাংলাদেশে কোনো ধরনের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা কোনো ধরনের সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ডুজারিক। 

স্টিফেন ডুজারিককে প্রশ্ন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশে বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন? 

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের অবস্থানের বিষয়টি খুব ভালোভাবেই পরিষ্কার করেছি।’ নির্বাচনের আগের সময়কালকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কোনো ধরনের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা কোনো ধরনের সহিংসতা দেখতে চাই না—এ বিষয়েও আমরা কথা বলেছি।’ 

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি বলে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছেন, যাঁদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে। 
 
তবে প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে যে বিবৃতি দিয়েছে, সরকার তা প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয় বলে, বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সাংবাদিকদের বলেছেন, ওএইচসিএইচআরের বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। এতে আসল ঘটনার প্রতিফলন ঘটেনি। তাদের তথ্যে ঘাটতি আছে। আর এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

ইসি থেকে নিবন্ধনের সনদ পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল