হোম > জাতীয়

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুরকে জনপ্রশাসনে ওএসডি

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের এ কর্মকর্তা ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর পর থেকেই দেশজুড়ে সংস্কারের যে দাবি ওঠে, তার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন বাহিনী, দপ্তর, প্রতিষ্ঠানে বদলি, অব্যাহতি আর ব্যাপক রদবদল অব্যাহত আছে। প্রশাসনে পালাবদলের মধ্যেই এবার সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুরকেও ওএসডি করা হলো।

অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের যুগ্ম সচিব কে এম আলী আযমকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সম্প্রতি ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে বিসিএস ২০তম ব্যাচের এই কর্মকর্তার নাম আসে। তখনই আলী আজমের বদলির দাবি জানানো হয় বঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে।

তাঁদের দাবি, তিনি পতিত হাসিনা সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের ডিসি পদায়নে সহায়তা করেছেন। কারণ, আলী আজম হাসিনা সরকারের প্রভাবশালী সচিব খোন্দকার শওকত হোসেনের একান্ত সচিব ছিলেন। এ ছাড়া আরেক সাবেক সচিব জিল্লার রহমান ঢাকার ডিসি থাকাকালে তিনি ডিসি অফিসের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন অনুযায়ী ড. সামিনা আহমেদকে তিন বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান পদে পদায়ন করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা