হোম > জাতীয়

ঈদের আগে-পরে মহাসড়কে ৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান-লরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখী মানুষের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ১ কোটির বেশি মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঈদযাত্রা এবং কোরবানির পশুর হাট এলাকায় যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে পুলিশ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ থেকে ৬ জুন এবং ১২ থেকে ১৪ জুন মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

রুট পারমিটবিহীন বাস কোনোভাবেই চলাচল করতে পারবে না। আন্তজেলা বাসগুলো টার্মিনালের বাইরে সড়কে না দাঁড়ানো, ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় পার্কিং না করা, লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না।

এ ছাড়া বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়ার পাশাপাশি যানবাহনের চালক, পশুর হাটসংশ্লিষ্ট ব্যক্তি ও নগরবাসীকে প্রতিপালন করার অনুরোধ জানায় ডিএমপি।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই