হোম > জাতীয়

ঈদের আগে-পরে মহাসড়কে ৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান-লরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখী মানুষের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ১ কোটির বেশি মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঈদযাত্রা এবং কোরবানির পশুর হাট এলাকায় যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে পুলিশ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ থেকে ৬ জুন এবং ১২ থেকে ১৪ জুন মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

রুট পারমিটবিহীন বাস কোনোভাবেই চলাচল করতে পারবে না। আন্তজেলা বাসগুলো টার্মিনালের বাইরে সড়কে না দাঁড়ানো, ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় পার্কিং না করা, লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না।

এ ছাড়া বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়ার পাশাপাশি যানবাহনের চালক, পশুর হাটসংশ্লিষ্ট ব্যক্তি ও নগরবাসীকে প্রতিপালন করার অনুরোধ জানায় ডিএমপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন