হোম > জাতীয়

স্টুডেন্টরা চমৎকার কাজ করছেন, অনুরোধ করব কাজগুলো তাঁরা চালিয়ে যাবেন: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামীকাল রাত ৮টায় এই সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলেও তিনি জানান।

আজ বুধবার (৭ আগস্ট) সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, স্টুডেন্টরা চমৎকার কাজ করছেন। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। তারা ট্রাফিক নিয়ে কাজ করছেন। বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদের অনুরোধ করবো যেন তারা এই ভালো কাজগুলো চালিয়ে যান। ঢাকার বিভিন্ন পয়েন্টে যে সকল লুটতরাজ ও অপরাধ সংগঠিত হচ্ছে ওইগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা সেই কাজও করছে। আমি নিশ্চিত সবাইকে নিয়ে একটা সুন্দর, অবাধ ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবো। 

সেনাপ্রধান বলেন, আপনারা দেখছেন আমার সঙ্গে আরও দুই বাহিনী প্রধান আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে ডক্টর ইউনুসের কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সমর্থ হবেন। আমরা এ থেকে উপকৃত হবে। 

ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধান ড. ইউনুসকে নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমরা আলোচনা করেছি। আলোচনা করে সর্বসম্মতভাবে সম্মত হয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি ড. ইউনুসকে। তিনি আমাদের এখন চিফ অ্যাডভাইজার। উনি কালকে (বৃহস্পতিবার) আসবেন। দুপুরে এসে উনি পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাবো। আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করব। আমরা আর্মি চিফ, নেভি চিফ রয়েছি। আমি নিশ্চিত উনি সব রাজনৈতিক দল ও সবার কাছ থেকে সাহায্য পাবেন। ছাত্রদের থেকেও সাহায্য পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে কাজ করবেন। 

সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। আমি জনগণকে আহ্বান করবো কোনো গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে যে গুজব রচনা করা হচ্ছে সেগুলোতে আপনারা কান দেবেন না। কাউকে নিশ্চিত না হয়ে কোনো খবর দেওয়া থেকে বিরত থাকবেন। 

পুলিশের পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে সেনাপ্রধান বলেন, তারা যেন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। সবশেষ আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী জনগণের সঙ্গে আছে। আমরা কাজ করে যাবো। সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো। আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সাহায্য-সহযোগিতা করবেন। সংবাদ মাধ্যম খুব দায়িত্বশীল ভাবে খবর পরিবেশন করছে। এরজন্য আপনাদের অভিবাদন জানাই।

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ