হোম > জাতীয়

দেশজুড়ে বিজয় উৎসবকে ছড়িয়ে দেবে শিল্পকলা

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার ডিসেম্বরে আয়োজন নিয়ে একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বিগত বছরগুলোতে কেবল একটি দলকে কেন্দ্র করেই ডিসেম্বর মাসের বিজয় উৎসব হতো। এবার সেই উৎসব দলমত নির্বিশেষে জনগণের সবার মধ্যে ছড়িয়ে দিতে বৈচিত্র্যপূর্ণ আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

আজ বুধবার একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরে আয়োজন করা অনুষ্ঠানগুলোর কথা জানাতে গিয়ে কর্তৃপক্ষ বললেন এ কথা। সংবাদ সম্মেলনে পুরো আয়োজনের কথা তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানালেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশজুড়ে নানা উদ্যোগের মাধ্যমে জনগণকে শিল্প–সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে চান তারা। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে যাত্রা, নাটক উৎসব, সাধুমেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসব, যন্ত্রসংগীত উৎসব, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, গ্রাফিতি বিষয়ক ‘জুলাই ২০২৪’ শীর্ষক নকশিকাঁথা তৈরির কর্মশালা, মেহনতি মানুষদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, কাওয়ালী সন্ধ্যা, ৬৪ জেলায় নাট্যকর্মশালা, স্ট্যান্ডআপ কমেডি, ভিআর গ্যালারি, লোক সংস্কৃতি উৎসব, আর্টক্যাম্প ইত্যাদি।

শিল্পকলা একাডেমি বলছে, শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশজুড়েই বিজয়ের উৎসবকে ছড়িয়ে দেওয়া এবারের আয়োজনের লক্ষ্য। তা ছাড়া শুধু গতানুগতিক নাটক, গান কিংবা নৃত্য নয়, স্ট্যান্ডআপ কমেডি, ভিআর এর মতো নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে আয়োজনে।

মাসব্যাপী এই বিজয় উদযাপনের আয়োজন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। আজ সিলেটের কীন ব্রিজের চাঁদনী ঘাটে আয়োজিত হবে কাওয়ালি সন্ধ্যা। ঢাকা থেকে সমীর কাওয়াল ও তার দল এবং স্থানীয় কাওয়ালরা এতে অংশগ্রহণ করবেন। ডিসেম্বরের এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী উৎসব।

এর মধ্যে আছে ৬ ডিসেম্বর গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব, ১৯ ডিসেম্বর হাজং সম্প্রদায়ের চরমাগা উৎসব ও মহিষাসুর বধ পালা, ২৭ ডিসেম্বর কোচ সম্প্রদায়ের বিহু উৎসব। ২০ ডিসেম্বর ঠাকুরাগাঁওয়ে হবে ভাওয়াইয়া গানের আসর, ২১ ডিসেম্বর সুনামগঞ্জে থাকছে হাসন রাজাকে উৎসর্গ করে আয়োজন। ৮ ডিসেম্বর চট্টগ্রামে হবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স,৯-২৯ ডিসেম্বর আলোকচিত্র প্রশিক্ষণ, ১৩ ডিসেম্বর হবে ‘বৈষম্যহীন’ নাট্য যাত্রা।

এই আয়োজন ঢাকার দেশ নাটকের নাটক নিত্যপুরাণ যাবে কুষ্টিয়া, যশোরের বিবর্তন এর নাটক মাতব্রিং যাবে খুলনা। ২০ ডিসেম্বর প্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থেটার যাবে মানিকগঞ্জ, বটতলার নাটক খনা যাবে চট্টগ্রাম।

বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন ওয়েব জার্নাল, ‘শোন মহাজন আমরা অনেকজন’ শীর্ষক পারফরম্যান্সসহ নানা আয়োজন চলবে ৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা